Site icon Jamuna Television

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না: পরশ

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র যুবসমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেছেন, নির্বাচন সামনে রেখে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে। অনির্বাচিত সরকার মেনে নেয়া হবে না।

সাত বছর পর আয়োজিত এই সম্মেলনে যুবলীগ নেতারা আশা করেন, প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজশাহীর পাঁচটি আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version