Site icon Jamuna Television

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিহত শতাধিক, আহত অন্তত দেড়শো

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৩ জন অতিথি। দগ্ধ হয়েছেন আরও অন্তত দেড়শো মানুষ। খবর বিবিসির।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশটির নিনেভেহ প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, নিহতের তালিকায় বর-কনে উভয়ে রয়েছেন। ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিয়েতে ছোঁড়া আতশবাজি থেকে এ আগুন লাগতে পারে। বিয়ের জন্য সাজানো সিল্ক কাপড় এবং অন্যান্য সরঞ্জামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কমিউনিটি সেন্টারের একাংশ ধসে পড়ে।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এরইমধ্যে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

এসজেড/

Exit mobile version