Site icon Jamuna Television

আড়াই মাস পর বাজেট ঘোষণা করছে কেসিসি

অর্থবছর শুরুর প্রায় আড়াই মাস পর বাজেট ঘোষণা করতে যাচ্ছে খুলনা সিটি করপোরেশন-কেসিসি। আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় নগর ভবনে মেয়র মনিরুজ্জামান মনি এই বাজেট ঘোষণা করবেন। মেয়রের মেয়াদ শেষের মাত্র বারো দিন আগে ঘোষিত হতে যাচ্ছে এই বাজেট।

কেসিসি’র ইতিহাসে এ যাবত কালের সবচেয়ে বড় বাজেটের আকার ধরা হয়েছে ৬৩৭ কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব তহবিল থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার থেকে বরাদ্দ ও প্রকল্পে বরাদ্দ থেকে ২৭১ কোটি থাকছে। বিদেশি দাতা সংস্থার কাছ থেকে ১৮৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version