Site icon Jamuna Television

গারনাচো-ক্যাসেমিরোর গোলে সহজ জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইউনাইটেডকে সহজ জয়ের পথ দেখান গারনাচো। ছবি: সংগৃহীত

ইংলিশ লিগ কাপে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন গারনাচো, ব্রাজিলিয়ান ক্যাসেমিরো।

মৌসুমের শুরুটা খুব একটা ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা তিন হারের পর সবশেষ বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয় পায় দলটি। এবার লিগ কাপের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে কোনো সুযোগই দেয়নি রেড ডেভিলস। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২১ মিনিটে ইউনাইটেডের কিংবদন্তি রোনালদোকে আইডল মানা গারনাচোর গোলে লিড নেয় ম্যানইউ। মিনিট ছয়েকের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো।

বিরতির পর ফরাসি অ্যান্থনি মার্শিয়ালের গোলে ব্যবধান আরও বাড়ায় ক্লাবটি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা না পেলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

/এএম

Exit mobile version