Site icon Jamuna Television

সাবেক নাৎসি নেতাকে সম্মান জানিয়ে বিপাকে, বিতর্কের মুখে কানাডার স্পিকারের পদত্যাগ

পদত্যাগ করেছেন কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা। নাৎসি নেতার প্রশংসা করে বিতর্কের জন্ম দেন তিনি। প্রথমে পদত্যাগে অস্বীকার করলেও তীব্র সমালোচনার মুখে পদ থেকে সরে দাঁড়ান রোটা। খবর এপির।

নাৎসি বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া ইউক্রেনের এক নাগরিককে পার্লামেন্টে আমন্ত্রণ জানান এই স্পিকার। দাঁড়িয়ে সম্মান জানানোর পাশপাশি বিতর্কিত এই ব্যক্তিকে প্রশংসায়ও ভাসিয়ে দেন তিনি। এর জেরে দেশ তো বটেই পশ্চিমাদেরও তোপের মুখে পড়েন রোটা।

পরে বিতর্কের মুখে ক্ষমা চেয়ে বিবৃতি দেন অ্যান্থনি রোটা। এতেও সমালোচনা কমেনি। তার পদত্যাগেরও দাবি ওঠে। যদিও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান রোটা। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্পিকারের পদ ছাড়লেন তিনি। এরইমধ্যে দলীয় নেতাদের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত জানান রোটা।

এসজেড/

Exit mobile version