Site icon Jamuna Television

নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদীতে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

মরদেহ দেখতে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদীর চরে থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই এলাকারই রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম এবং দুই শিশু সন্তান শাওন ও সাফায়েত। ঘটনার পর থেকে পলাতক রহিম উদ্দিন ও তার পরিবারের লোকজন।

স্বজনদের ভাষ্য, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর নির্যাতন চালাতো রহিম। ঘটনার দুদিন আগেও মারধরের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর থেকে নাসিমা ও তার দুই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাসহ দুই ছেলে নিখোঁজ হয়। তারা মাঠে গরু চরাতে গেছিল। ধারণা করা হচ্ছে, এ সময় কোনোভাবে নদীতে পড়ে মারা গেছে। তবে স্বজনদের অভিযোগ, তাদের হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।

/এএম

Exit mobile version