ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুড়িঘর গ্রামের একটি খালের পানিতে আস্ত একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচুর কৌতূহল তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
পুলিশ এসে দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়। পরে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলতে সক্ষম হয়।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশের নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে ওঠে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভীড় জমায়।
দমকল বাহিনীর সদস্যরা এ সময় খালের পানিতে তল্লাশি চালায়। তল্লাশিতে তেমন কিছু পাওয়া না গেলেও একটা মোবাইল ফোন ও শার্ট পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় পুলিশের ধারণা প্রাইভেটকারটি দূর্ঘটনায় পতিত হয়েছিল। বিষয়টি তদন্তরত অবস্থায় আছে বলেও জানিয়েছে পুলিশ।
/এমএইচ/এমএন

