Site icon Jamuna Television

এগিয়ে থেকেও হার সিরি আ’র শীর্ষে থাকা ইন্টারের

ছবি: সংগৃহীত

সিরি আ’তে হারের স্বাদ পেয়েছে ইন্টার মিলান। সাসুওলোর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে ইন্টার। এই হারের পরও ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে ইন্টার।

খেলার শুরু থেকে দু’দলের মাঝেই ছিল অগোছালো ফুটবলের ছাপ। অনেক চেষ্টা করেও ডি বক্সের সামনে গিয়ে কোনো দলই খুঁজে পায়নি ছন্দ। এলোমেলো খেলেছে দু’দলের ফুটবলারই। শেষ পর্যন্ত ডেড লক ভাঙ্গেন ডামফ্রিস। প্রথমার্ধের যোগ করা সময়ে ১-০ গোলের লিড পায় ইন্টার।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে জেগে ওঠে সাসুওলো। ৫৪ মিনিটে বাজরামী সমতায় ফেরান তার দলকে। ঠিক নয় মিনিট পরই ইন্টারের জালে শেষ পেরেক ঠোকেন বেরার্দি। তার গোলেই এগিয়ে থেকেও হারের স্বাদ পায় ইন্টার।

/এএম

Exit mobile version