Site icon Jamuna Television

ইশতেহার প্রস্তুত করা হচ্ছে, এবার হবে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিজিটাল বাংলাদেশ গড়েছি, আগামী নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। এবার হবে স্মার্ট বাংলাদেশ। এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কোনো স্যাংশন ভয় পান না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে তার প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ এখন একটা জায়গায় দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের ওপর তার আস্থা আছে। জনগণ মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে তাদের ভাগ্য পরিবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ আস্থার প্রতিদান দেবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর সময় নষ্ট করেছে। সীমিত সম্পদ দিয়েই দেশের উন্নয়ন হয়েছে। এই গতি যেন থেমে না যায় সে ব্যাপারে সচেষ্ট থাকার তাগিদ দেন সরকার প্রধান।

এটিএম/

Exit mobile version