Site icon Jamuna Television

এখন থেকে হালনাগাদ তথ্য ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটি

এখন থেকে সাম্প্রতিক সব তথ্য ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটি। ইন্টারনেট ব্রাউজিংয়ের ফিচার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত অ্যাপটিতে। খবর বিবিসির।

মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের ওপেন এআই জানিয়েছে এ তথ্য। বলা হয়, এখন থেকে ইন্টারনেট থেকে হালনাগাদ সব তথ্য নিতে পারবে এই চ্যাটবট। সমসাময়িক সংবাদ নিয়ে প্রশ্ন করতে পারবে প্রিমিয়াম ব্যবহারকারীরা। এই বিশেষ ব্যবস্থাও, শিগগিরই উন্মুক্ত হবে সবার জন্য। আগে কেবল সংরক্ষিত তথ্য ব্যবহার করতে পারতো চ্যাটজিপিটি।

২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য মজুত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এই সিস্টেমে। চলতি সপ্তাহের শুরুতেই ওপেন এআই জানায়, ব্যবহারকারীর সাথে সরাসরি কথা বলার প্রযুক্তিও যুক্ত হচ্ছে চ্যাটজিপিটিতে।

এটিএম/

Exit mobile version