Site icon Jamuna Television

মেয়ের বিয়ের জন্য জমানো টাকা খেয়ে ফেললো উইপোকা

তিলে তিলে মেয়ের বিয়ের জন্য জমিয়েছিলেন টাকা। স্বপ্ন ছিল সেই তা দিয়ে ধুমধাম করে বিয়ে দেবেন মেয়ের। কিন্তু সেই টাকা খেয়ে ফেললো উইপোকা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর ইন্ডিয়া ট্যুডের।

অলকা পাঠক নামের এক নারী বছর দেড়েক আগে ব্যাংকের লকারে রেখেছিলেন ১৮ লাখ রুপি। সাথে ছিল কিছু গয়না। অনেকদিন পর লকার খুলে দেখেন উইপোকা টাকা খেয়ে নষ্ট করে ফেলেছে।

জানা যায়, ব্যাংকের বাৎসরিক চার্জ ও কেওয়াইসি চার্জ জমা দেয়ার জন্য ব্যাংকে যান অলকা। কাজ সেরে ভাবেন, যেহেতু ব্যাংকে এসেছেন, লকারটি একবার দেখে যাবেন। কিন্তু লকার খুলতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। দ্রুত বিষয়টি তিনি ম্যানেজারকে জানান। ব্যাংক কর্মকর্তাও বিষয়টি গুরুত্বের সাথে দেখেন।

আলোকা জানান, ব্যাংকের লকারে যে নগদ অর্থ রাখার কোনো নিয়ম নেই, তা তিনি জানতেন না। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এতো টাকার লোকসান কীভাবে মেটাবেন বুঝতে পারছেন না।

ছোটখাটো ব্যবসা আছে অলকার। এছাড়া ছাত্র-ছাত্রী পড়িয়ে একটু একটু করে জমিয়েছিলেন এই টাকা। তবে তিনি সেই টাকার কোনো সুরাহা করতে পেরেছিলেন কি-না জানা যায়নি।

এটিএম/

Exit mobile version