Site icon Jamuna Television

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ, ঢাবিকে পেছনে ফেলে শীর্ষে ব্র্যাক

টাইমস হায়ার এডুকেশনের ২০২৪ সালের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে প্রথম ৮০০’র তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে এ তালিকায় দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি লক্ষ্য করা গেছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এগিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৪ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। এছাড়া, ১২০১ থেকে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত বছরের টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। এ ক্ষেত্রে এই দুই বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে।

এ বছর র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)।

এটিএম/

Exit mobile version