Site icon Jamuna Television

যারা সুষ্ঠু ভোট ব্যাহত করবে তাদের রেহাই নেই: আমীর খসরু

বাংলাদেশের ওপর তীক্ষ নজর রাখছে বিশ্বের সব গণতান্ত্রিক দেশ। যারা আগামী নির্বাচনের সুষ্ঠু ভোট ব্যাহত করবে, তাদের কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আমিন বাজারে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ সরকার না হলে কারও রক্ষা নেই। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকলে ভিসা নীতি আসতো না।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ বলেন, জাতিসংঘ অধিবেশনের কাজ শেষ হওয়ার পরও বিদেশে বসে আছেন প্রধানমন্ত্রী। বিদেশিদের হাতে-পায়ে ধরে কিছু করা যায় কি না সেই চেষ্টা চালাচ্ছেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগের মতো সেলফির রাজনীতি বিএনপি করে না। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ও সুষ্ঠু নির্বাচন বিএনপির একমাত্র লক্ষ্য।

/এমএন

Exit mobile version