Site icon Jamuna Television

রূপপুরের ইউরেনিয়ামের প্রথম চালান এলো দেশে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরোনিয়ামের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি বিশেষ উড়োজাহাজে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছায়।

এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সড়ক পথে নেয়া হবে। আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশের কাছে এই জ্বালানি রাশিয়া হস্তান্তর করবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাশিয়ার সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। প্রকল্পটির ৯০ ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে। ১০ ভাগের জোগান দিচ্ছে সরকার। এই বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে এর দুইটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

/এমএন

Exit mobile version