Site icon Jamuna Television

অধিনায়কত্ব ছাড়া নিয়ে তামিমের সিদ্ধান্ত সঠিক ছিলো না: মাশরাফী

ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটে চলছে এক অস্থিতিশীল অবস্থা। যার প্রধান কারণ তামিম ইকবালের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া। এবার এই বিষয়ে সরাসরি নিজের মতামত তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এ অধিনায়ক।

মাশরাফী প্রথমে তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেন। মাশরাফী বলেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কম্ফোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, সে জায়গা থেকে তামিম অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কিনা ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে। বোর্ডের কেউনা কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।

মাশরাফি আরও বলেন, বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।

/আরআইএম

Exit mobile version