Site icon Jamuna Television

কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজার করেসপন্ডেন্ট:

টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারে ভিড় করেছে লাখও পর্যটক। এরইমধ্যে অধিকাংশ হোটেল বুকিং হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটকবাহী গাড়িগুলো শহরের কলাতলী মোড়ে এসে ভিড়ে। সেখান থেকে পর্যটকরা চলে যান তাদের নির্ধারিত হোটেলে। সমুদ্র সৈকতেও পর্যটকদের ভিড় ছিল সারাদিন। লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে অবসর কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজারে সাতদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ আয়োজন করা হয় রোড শো, বিচ বাইক র‍্যালি ও আলোচনা সভা।

/এমএন

Exit mobile version