Site icon Jamuna Television

খ্যাতিমান ফুটবল কোচ ওয়াজেদ গাজী আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন খ্যাতিমান ফুটবল কোচ ওয়াজেদ গাজী। বৃহস্পতিবার সকালে যশোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওয়াজেদ গাজী। পঞ্চাশের দশকের শেষ দিকে কলকাতা লিগে অভিষেকের পর তিনি ১৯৬৩ সালে খেলেন কলকাতা মোহামেডানের হয়ে। ১৯৭৭ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর রহমতগঞ্জের হয়ে ঢাকায় প্রথম কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়া ব্রাদার্স, বিজেএমসি ও মুক্তিযোদ্ধা সংসদের হয়ে কাজ করেছেন দীর্ঘদিন। সবশেষ আরামাবাগের হয়ে ২০১৬ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে দায়িত্ব পালন করেন ওয়াজেদ গাজী। ১৯৮৭ সালে জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার হাত ধরে জাতীয় দলে জায়গা পান অনেক ফুটবলার, যারা মাঠ মাতিয়েছেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version