Site icon Jamuna Television

রূপপুরে ইউরেনিয়াম পৌঁছবে আজ, বন্ধ পাবনা-ঢাকা বাস চলাচল

পাবনা প্রতিনিধি:

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান শুক্রবার (২৯ সেপ্টম্বর) ঢাকা থেকে প্রকল্প এলাকায় নেয়া হবে। বিশেষ নিরাপত্তাবলয়ে সড়কপথে এ ইউরেনিয়াম যাবে।

সড়কপথে যানজট তৈরির আশঙ্কায় শুক্রবার ভোর পাঁচটা থেকে পাবনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ইউরিনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছে গেলেই বাস চলাচল শুরু হবে। বিকল্প হিসেবে পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে আরিচা হয়ে ঢাকায় চলাচল করা যাবে।

এদিকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে পাবনা থেকে ঢাকা গামী প্রতিটি গাড়ির টিকিট বিক্রি বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রাখবে বলে জানিয়েছে।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফি সরকার বলেন, প্রশাসনের নির্দেশে বাসের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে বাস চলাচল শুরু হবে।

এটিএম/

Exit mobile version