Site icon Jamuna Television

ব্যথা নিয়ে হাসপাতালে, অস্ত্রোপচারের পর পেট থেকে বেরোলো ইয়ারফোন-নাটবল্টু

তীব্র জ্বর ও পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা করে উঠলেন আঁতকে। দেখলেন পেটের ভেতর রয়েছে বিভিন্ন ধাতব বস্তু। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোগা শহরে। খবর এনডিটিভির।

৪০ বছর বয়সী ওই ব্যক্তির পেটে ইয়ারফোন, নাটবল্টু, লকেট,বোতাম, চুলের ক্লিপ, চেইন, মার্বেল ও সেফটি পিন পাওয়া গেছে।

মোগা শহরের মেডিসিটি হাসপাতালের পরিচালক ড. আজমের কালরা জানান, এ প্রথমবারের মতো তিনি এমন ঘটনার সম্মুখীন হলেন। ওই ব্যক্তি গত দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন।

এ চিকিৎসক বলেন, ওই ব্যক্তির পেট থেকে সব ধাতব বস্তু বের করার পরও তার অবস্থা স্থিতিশীল না। পেটের মধ্যে ওই বস্তুগুলো অনেক দিন থাকায় শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিয়েছে।

ওই ব্যক্তির পরিবার জানায়, তারাও এ ঘটনায় বিস্মিত। তবে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

এটিএম/

Exit mobile version