Site icon Jamuna Television

যেভাবে দেখবেন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ

আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ৭ম বিশ্বকাপ মিশন। মূল পর্বের আগে সেই মিশনের প্রথম ধাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিবের নেতৃত্বাধীন দল। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচটি দেখতে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ২ এবং স্টার স্পোর্টস ২ এইচডি-তে। বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে চ্যানেলগুলোয় লাইভ সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

এছাড়াও, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের লাইভ স্ট্রিমিং করবে ডিজনি ও হটস্টার। তাদের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে লাইভ স্ট্রিম দেখতে পারবে ক্রিকেট ভক্তরা।

আগামী ২ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের মূল অভিযান শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেদিন ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

এমএইচ/এটিএম

Exit mobile version