Site icon Jamuna Television

সরকারের সিংহাসন টলমল, টিকে থাকতে দমন নীতির আশ্রয়: রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

সরকারের সিংহাসন টলমল তাই টিকে থাকতে তারা দমন নীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হতে পারে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর সহযোগিতা করার বক্তব্য মূলত ইসির দুর্বলতা ও আত্মসমর্পণের চিত্র বলেই মন্তব্য করেন তিনি। এটা আগামী নির্বাচনে ফন্দি ফিকিরে প্রধানমন্ত্রীর কৌশল বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সত্য বলেননি বলে অভিযোগ রিজভীর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version