Site icon Jamuna Television

কলা বহনকারী লরিতে লুকিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা, ফ্রান্সে উদ্ধার ৬ নারী

ফ্রান্সে অবৈধ পথে সীমান্ত পাড়ি দেয়ার সময় ছয় নারীকে উদ্ধার করা হয়েছে। একটি লরি থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ফ্রান্স ২৪ এর।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ। তারা জানায়, উদ্ধারকৃত নারীদের মধ্যে চারজন ভিয়েতনামের এবং দুই জন ইরাকের নাগরিক। কলা বহনকারী একটি লরিতে করে তারা অবৈধভাবে যুক্তরাজ্যে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন।

শীতল জায়গায় ১০ ঘণ্টারও বেশি সময় কাটান এই ছয় নারী। কিন্তু যখন বুঝতে পারেন ট্রাকটি উলটোপথে যাচ্ছে, তখন আতঙ্কিত হয়ে পড়েন তারা। একপর্যায়ে তাদের মধ্যে একজন বিবিসি ভিয়েতনাম সার্ভিসের এক সাংবাদিকের সাথে যোগাযোগ করেন। পরে ওই সাংবাদিক ফরাসি পুলিশের মাধ্যমে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন।

এ ঘটনায় ট্রাক চালকের কোনো সম্পৃক্ততা নেই বলে প্রমাণ পেয়েছেন আদালত। উদ্ধারকৃত ছয় নারীকে এক মাসের মধ্যে ফ্রান্স ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version