Site icon Jamuna Television

নিজেকে সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ বললেন এরশাদ

জাতীয় পার্টিকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এসময় নিজেকে সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ বলেও দাবি করেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর কচুক্ষেত এলাকায় গণসংযোগে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, দেশে এখন সুখবর বলে কিছু নেই। গুম, খুন, দূর্ঘটনাসহ সব কষ্টের বিষয়গুলো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে জানিয়ে তিনি বলেন, দেশের টাকা চুরি করে কিছু মানুষ বিত্তশালী হচ্ছে। ধনী গরিবের পার্থক্য বেড়ে গেছে। দেশে সুশাসন নেই উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় পার্টির বিকল্প নেই।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version