Site icon Jamuna Television

লিটন-তামিমের জোড়া ফিফটিতে উড়ন্ত সূচনা টাইগারদের

ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাট উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ বল বাকী থাকতেই ২৬৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের দারুণ শুরু এনে দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দু’জনেই তুলে নিয়েছেন ফিফটি। মাত্র ১৪ ওভারেই শতরানের জুটি গড়েন তারা।

ভারতের গৌহাটি স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৬৪ টার্গেটে শুরু থেকেই দারুণ বোঝাপড়ায় ব্যাট করছেন ওপেনার লিটন- তানজিদ তামিম জুটি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন জুনিয়র তামিম। অন্যদিকে লিটন দেখে শুনে নিজের ইনিংস বড় করছেন। মাত্র ৩৯ বলে ৯টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। অপরপ্রান্তে ৫২ বলে ৮টি চারের সাহায্যে ফিফটি তুলে নেন তানজিদ তামিম।

ছবি: সংগৃহীত

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১১২ রান। লিটন দাস ব্যাট করছেন ৫৫ রানে এবং তানজিদ তামিম ব্যাট করছেন ৫০ রান নিয়ে।

/আরআইএম

Exit mobile version