Site icon Jamuna Television

বাংলাদেশকে একটা পরিবার মনে করি: ভারতের প্রতিমন্ত্রী প্রতিমা

আখাউড়া করেসপন্ডেন্ট:

ভারতের কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, আমরা কখনও বাংলাদেশকে আলাদা মনে করি না, এর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সীমান্তের কাঁটাতারের বেড়া আন্তরিকতায় বাঁধা হতে পারে না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চারদিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন তিনি। এসময় এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমা ভৌমিক বলেন, বাংলাদেশের নাটক, সিনেমা, কথাবার্তা, চালচলন, আত্মীয়স্বজন থেকে শুরু করে খাওয়া-দাওয়া সবকিছুর সঙ্গে আমাদের মিল রয়েছে। আমার বাড়ি ত্রিপুরা। আমাদেরকে অনেকে বাঙালি বলে ডাকে, এতে আমরা রাগ করি না। বরং গর্ববোধ করি।

ভারত সরকারের এই প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছাও জানান।

এসময় ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

/এনকে

Exit mobile version