Site icon Jamuna Television

এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: মুফতি রেজাউল করীম

আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর চিড়িয়াখানা রোডের ঈদগাহ ময়দানে নগর সম্মেলনে এ ঘোষণা দেন, দলটির আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্দলীয় জাতীয় সরকারের অধীনে করতে হবে। অতীতে যে নির্বাচন হয়েছে তা থেকে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে নির্বাচন করতে হবে।

অতীতের মতো নীল নকশার নির্বাচন করলে ইসলামী আন্দোলন ঘরে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এনকে

Exit mobile version