Site icon Jamuna Television

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বিথী আক্তার (৮) ধর্ষণ ও হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবকের নাম কামরুল ইসলাম (২০)। তিনি মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের সাবাশ আলীর ছেলে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৯ মে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবুল কালামের আট বছরের মেয়ে বিথীর লাশ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে বিথীর বাবা বাদি হয়ে কামরুলকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনার সাথে জড়িত কামরুলকে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরে কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

দীর্ঘ চার বছর পর আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এই মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Exit mobile version