Site icon Jamuna Television

র‌্যাপার টুপ্যাক শাকুরকে হত্যার অভিযোগে তিন দশক পর একজন গ্রেফতার

ছবি: টুপ্যাক শাকুর

তিন দশক পর বিখ্যাত র‌্যাপার টুপ্যাক শাকুরকে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে লাস ভেগাস পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে একটি সূত্র এপি সংবাদ সংস্থাকে জানিয়েছে। শিগগির পুলিশ এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।

একজন ঊর্ধ্বতন আইন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজের আরেক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, শাকুর হত্যার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে র‌্যাপার শাকুর হত্যার অভিযোগ এনেছে।

১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর হিপ-হপ কিংবদন্তি শাকুরকে চারবার গুলি করা হয়। লাস ভেগাসে হিপ-হপ প্রযোজক সুজ নাইটের সঙ্গে একটি বক্সিং ম্যাচ দেখে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। তিনি গাড়িতে বসে ছিলেন। পাশে থাকা একটি সাদা গাড়ি থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার ৬ দিন পর ১৩ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে মারা যান শাকুর। তার হত্যাকারীর পরিচয় এখনও একটি রহস্য হয়ে আছে।

/এনকে

Exit mobile version