Site icon Jamuna Television

সৌদি প্রো লিগে রোনালদোর নৈপুণ্যে আল নাসরের জয়

আল নাসরের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ম্যাচেও এক অ্যাসিস্ট ও শেষ মুহূর্তে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। ফলে আল তাই এফসির বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে আল তাই এফসির রক্ষণভাগ কাঁপিয়ে দেয় আল নাসর। শুরুর দিকে অবশ্য গোলের একটি সুযোগ মিস করেন রোনালদো। তবে ম্যাচের ৩২ মিনিটে তার অ্যাসিস্টেই ব্রাজিলিয়ান স্ট্রাইকা তালিস্কা গোল করলে লিড নেয় আল নাসের।

ম্যাচের ৭৯ মিনিটে ভার্জিল মিসিদজানের গোলে সমতায় ফেরে আল তাই। ম্যাচের ৮৩ মিনিটে নিজেদের ডিবক্সে আল তাই ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টি পায় আল নাসের। সুযোগ কাজে লাগিয়ে দলের জয় নিশ্চিত করেন সি আর সেভেন।

সৌদি প্রো লিগে এই গোল নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকালের জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান আল নাসরের।  

এমএইচ/এটিএম/

Exit mobile version