Site icon Jamuna Television

যশোরে চায়ের দোকানে বজ্রপাত, স্কুলছাত্রসহ নিহত দুই

যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আলী বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামের হোসেন আলী সরদার এবং সাব্বির একই গ্রামের শাহাবার মোল্যার ছেলে।

আবু সাইদ সরদার জানান, বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টিপাতের সময় স্কুলছাত্র মোহাম্মদ আলী (১৩), দোকান কর্মচারী সাব্বির হোসেনসহ (২২) কয়েকজন মাহমুদপুর পূর্বপাড়ার একটি চায়ের দোকানে আশ্রয় নেন। দোকানের পাশে একটি বাড়ির বারান্দায়ও কয়েকজন ছিলেন। ওই সময় বজ্রপাত হলে মোহাম্মদ আলী ও সাব্বির হোসেন মারা যান। এসময় আরও দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Exit mobile version