Site icon Jamuna Television

জটিলতা থাকায় বিদেশে চিকিৎসার ব্যাপারে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি।

খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি জটিলতা আছে। তাই বিদেশ নিতে তার পরিবারের করা আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, আইনের মধ্যে থেকেই যা করা যায় তা করা হবে।

আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাই এখন কিছু বলা ঠিক হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

এটিএম/

Exit mobile version