Site icon Jamuna Television

বাংলাদেশের সম্মান যেন বজায় থাকে, টাইগারদের প্রতি শুভকামনা প্রধানমন্ত্রীর

সপ্তম বারের মতো বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কথা বলেছেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় আশা করি অবশ্যই বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারবো। বাংলাদেশের সম্মননটা যেন বজায় থাকে। তারা সেইভাবেই সবটুকু ঢেলে দেবে, আন্তরিকতার সাথে খেলবে আমি সেটাই চাই।

তিনি আরও বলেন, বিশ্বকাপে যে আমরা খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালো খেললে ভালো রেজাল্ট আসবে। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version