Site icon Jamuna Television

কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে ফের উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যুতে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ড তদন্তে অটোয়ার সাথে ওয়াশিংটনের নিবিড় যোগাযোগ আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এরআগে আবারও কানাডার ভূখণ্ডে ভারতীয় এজেন্টের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনায় আনেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসির।

শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে দিল্লি-অটোয়া কূটনৈতিক এখন বিবাদ তুঙ্গে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে সুর নরম করার একদিন পরই আবারও কঠোর অবস্থানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সরকারি এজেন্টের মাধ্যমে হত্যাকাণ্ডের ইস্যুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন তিনি।

এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের সাথে আছে। তারা ভারতকে বোঝাচ্ছে যে, কানাডার ভূখণ্ডে ভারতীয় সরকারি এজেন্টের মাধ্যমে হত্যাকাণ্ড চালানোর অভিযোগটি খুবই গুরুত্বপূর্ণ। যেসব দেশে আইনের শাসন আছে তারা এ ধরনের অভিযোগকে খুবই গুরুত্বের সাথে নেবে।

এদিকে অবস্থানের পরিবর্তন এসেছে ওয়াশিংটনের বক্তব্যেও। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ব্রিফিংয়ে শিখ নেতা হত্যাকাণ্ড প্রসঙ্গ না তুললেও, একদিন পরই এই ইস্যুতে মুখ খুলেন ব্লিনকেন। হত্যাকাণ্ড ইস্যুতে কানাডার পাশে যুক্তরাষ্ট্র রয়েছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ তুলেছে সে বিষয়ে আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা কানাডার সাথে নিবিড় যোগাযোগ রাখছি। একই সাথে আমরা ভারতীয় সরকারের সাথেও যোগাযোগ রাখছি।

তদন্তের বিষয়ে ভারত যেন কানাডাকে সহায়তা করে সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, গতকাল আমি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছি। স্পষ্ট করেছি যে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার।

গত জুনে, কানাডায় গুপ্তহত্যার শিকার হন শিখ নেতা হারদিপ সিং নিজ্জার। কানাডার অভিযোগ, এ ঘটনার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভারত।

এসজেড/

Exit mobile version