Site icon Jamuna Television

‘সরকার অবৈধ হলে খালেদা জিয়ার জন্য বারবার আবেদন করে কেনো?’

সরকার যদি অবৈধ হয় তাহলে খালেদা জিয়ার জন্য বিএনপি কেনো বারবার আবেদন করে? এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে কৃষক মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, অনুমতি না নিয়ে কর্মসূচি করলে বিএনপি পালাবার পথ পাবে না। বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়। দলটির রাজনীতির কবরস্থানে যাওয়ার সময় হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা ছাড়া ক্ষমতার মঞ্চে গণতন্ত্র নিরাপদ নয়। এখন দেশে কোথাও অন্ধকার নেই। বিএনপি ক্ষমতায় আসলে এই আলো নিভে যাবে।

বিএনপি সন্ত্রাসের বাংলাদেশ চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রাজপথে যারা আগুন নিয়ে আসবে, ভাঙচুর করতে আসবে, আমরা তাদের হাত ভেঙে গুঁড়িয়ে দেবো।

এসজেড/

Exit mobile version