Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনা রোধে নাটোরে চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনা রোধে নাটোরে চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

বাস-মিনিবাস মালিক সমিতির নেতা, চালক, চালকের সহকারী, বিআরটিএ’র কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন এতে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানও জানান জেলা প্রশাসক।

শেষে চালক ও তাদের সহকারীদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

Exit mobile version