Site icon Jamuna Television

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-ইংল্যান্ড ম্যাচ

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি পণ্ড করে দিলো ম্যাচের সকল উন্মাদনা।

গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে নির্ধারিত সময়েই টস হয়। টস ভাগ্য জিতে গা গরমের ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপরই হানা দেয় বেরসিক বৃষ্টি। ফলে খেলা ‍শুরু হতে বিলম্ব হয়।

দফায় দফায় বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। ফলে কোনো বলই মাঠে গড়ায়নি।

আগামী সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। পরদিন ৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

/এনকে

Exit mobile version