Site icon Jamuna Television

একতরফা নির্বাচন সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে পারে: বদিউল আলম মজুমদার

একতরফা ও সহিংস নির্বাচন কখনোই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) খুলনায় রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে বিভাগীয় কর্মশালায় একথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এই সাংবিধানিক কাঠামোর আলোকে নির্বাচন করতে বদ্ধপরিকর হলেও এটা একতরফা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। যা সহিংস পরিবেশ সৃষ্টি করতে পারে। যেটি কারও জন্য কল্যাণ বয়ে আনবে না। এতে দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশ অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।

তিনি আরও বলেন, এই সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। অন্যথায় নির্বাচন ঘিরে দেশে সহিংসতা ছড়াবে বলে আশঙ্কা করছি।

/এনকে

Exit mobile version