Site icon Jamuna Television

পাবনায় জালে আটকা পড়লো রাসেল ভাইপার

পাবনা করেসপন্ডেন্ট:

পাবনার চরাঞ্চলে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে আটকা পড়েছে বিলুপ্তপ্রায় বিষধর সাপ রাসেল ভাইপার। শনিবার (৩০ সেপ্টেম্বর) সদর উপজেলার হিমায়েতপুরের চর ভবানীপুর গ্রামের এক জেলের জালে আটকা পড়ে সাপটি। খবর পেয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা সাপটি উদ্ধার করেছে।

সাপটি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

স্নেক রেসকিউ টিমের সভাপতি রাজু আহমেদ বলেন, হটলাইনে ফোন পেয়ে টিমের সাধারণ সম্পাদক প্রীতম সুর রায়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থল যাই এবং সাপটিকে উদ্ধার করি। উদ্ধারের পর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সাপে কামড়ালে কী করতে হবে সে সম্পর্কে দিক-নির্দেশনা দেই। উদ্ধার সাপটি বন বিভাগের সাথে কথা বলে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে।

/এনকে

Exit mobile version