Site icon Jamuna Television

টটেনহ্যামের কাছে হার মানলো ‘নয় জনের’ লিভারপুল

ইনজুরি টাইমে আত্মঘাতী গোল করার পর হতাশ জো মাতিপ। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে টটেনহ্যামের কাছে হেরেছে লিভারপুল। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এই পরাজয় অলরেডদের।

ম্যাচের ২৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের কার্টিস জোনস। দুর্ভাগ্য পিছু ছাড়েনি তাদের। এরপর অফসাইডে গোল বাতিল হয় রুবেন দিয়াজের। পাল্টা আক্রমণে সং হিউং মিনের গোলে ৩৬ মিনিটে ১-০’তে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে প্রথমার্ধের শেষ মিনিটে ডাচ গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধটাও মোটেও ভালো যায়নি ক্লপ শিষ্যদের। আক্রমণ শানিয়েও কোনো গোলের দেখা মেলেনি, বরং ৬৯ মিনিটে দিয়োগো জোতাও লাল কার্ড দেখলে নয় জনের দলে পরিণত হয় লিভারপুল। ৯৬ মিনিটে আত্মঘাতী গোলে টটেনহ্যামকে জয় উপহার দেন জো মাতিপ।

টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এই হারে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল। ১৭ পয়েন্টে দুইয়ে অবস্থান করছে টটেনহ্যাম।

/এএম

Exit mobile version