Site icon Jamuna Television

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা কলেজের ৬ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ছবি: সংগৃহীত

ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাউফুর রহমান সোহেল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), এ বি এম আলামিন (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সজিব আহসান (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), আবরার হোসাইন সাগর (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সৈয়দ আব্দুল্লাহ শুভ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) ও ফাহমিদ হাসান পলাশকে (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, এর আগে ঢাকা কলেজের সাংবাদিক সমিতির দফতর সম্পাদক বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ওবায়দুর সাঈদ এবং সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি ফয়সাল আহমেদকে আটকে রেখে গেস্টরুমে নির্যাতন করা হয়।

/এমএইচ /এএম

Exit mobile version