Site icon Jamuna Television

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিতর্ক থাকায় কমিশনের ওপর চাপ পড়েছে: সিইসি

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক থাকায় সেই চাপ বর্তমান নির্বাচন কমিশনের ওপর পড়ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার জানান, আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। তবে নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে কমিশন সজাগ থাকবে। একইসাথে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বপালনেও সতর্ক থাকার নির্দেশ দেন সিইসি।

সিইসি বলেন, বাজারে চাউর আছে ইসির ওপর আস্থা নেই, সরকারের ওপর আস্থা নেই। সরকার ও ইসির ওপর আস্থার সংকট দূর করতে কাজ করতে হবে মাঠপ্রশাসনকে। পরিস্থিতির অবনতি হলে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে আজ। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে চার ধাপে অংশ নেবেন সম্ভাব্য সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এটিএম/

Exit mobile version