Site icon Jamuna Television

পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে চিনিশপুরের জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থী মোমিত হাসান তনু (১৯) কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাজনের হাট গ্রামের মোমিন এর ছেলে। সে কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, তনু ঘটনাস্থলের পাশেই একটি মেসে থেকে পড়াশোনা করতো। পরীক্ষা দিতে সে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছিল। এ সময় তার মেস থেকে ২০০ গজ দূরে রেললাইন পার হতে গিয়ে, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

কলেজের অধ্যক্ষ মাহমুদুদুল হাসান জানান, পরীক্ষা শেষে আজই তনুর বাড়ি যাওয়ার কথা ছিল। আজ তার শেষ পরীক্ষা ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় তার মাথা থেতলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/

Exit mobile version