ভারতে আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিত

|

ভারতে আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের দুই বছর পর এমন পদক্ষেপ নেওয়া হলো। রোববার (১ অক্টোবর) থেকে নয়াদিল্লির আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিতের ঘোষণা কার্যক্রর হচ্ছে। খবর রয়টার্সের।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তবে এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। অবশ্য নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এতোদিন কার্যক্রম চালিয়ে গেছেন।

ভারত সরকারের সহযোগিতার অভাব, কর্মী ও অর্থ সংকটের কারণে দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম ‌‌’এক্স’-র (সাবেক টুইটার) এক পোস্টে জানানো হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) নয়াদিল্লির আফগান দূতাবাসের পক্ষ থেকে এক্সের পোস্টে বলা হয়েছে, গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ভারত সরকারের সহযোগিতার অভাব, কর্মীর সংকট ও অর্থকড়ির অভাবে দূতাবাসের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছিলো বলে পোস্টে জানানো হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply