Site icon Jamuna Television

ছিনতাইকারীদের হাতে নাতে ধরে পুলিশে দিলেন নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি
ফেনীতে ছিনতাইকারীদের হাতে নাতে ধরে পুলিশে দিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার দুপুরে ফেনী কলেজ রোডস্থ আপ্যায়ন টাওয়ারের সামনে এঘটনা ঘটে। এঘটনায় শহরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ফেনীর কাজীর বাগের বৃদ্ধ রাজমিস্ত্রী মো. হারুন দুপুরে ফেনী কলেজ রোডস্থ আপ্যায়ন টাওয়ারের সামনে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। ওই মিস্ত্রি সাথে সাথে শহরের মাস্টারপাড়া গিয়ে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিকে ঘটনা অবহিত করেন। নিজাম হাজারী তাৎক্ষণিক ছিনতাইয়ের শিকার রাজমিস্ত্রিকে গাড়িতে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে হাতে নাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নিজাম হাজারী এমপি তাদেরকে পুলিশের হাতে সোর্পদ করেন। এরিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত কলেজ রোডে প্রতিনিয়ত ছিনতাই করে আসছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম সংসদ সদস্য নিজাম হাজারী কর্তৃক ৬ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version