Site icon Jamuna Television

খালেদা জিয়াকে নিয়ে সরকারও সংবেদনশীল: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সরকারও সংবেদনশীল। সংবিধান যতোটুকু প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দিয়েছে, তিনি তার পুরোটাই দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, সাজা স্থগিত করে বাসায় থাকা ও চিকিৎসা নেয়ার সুযোগ পৃথিবীতে বিরল নজির। পরিবার চাইলেও সংবিধান ও আইনের নির্বাহী বিভাগের হাতে কোনো ক্ষমতা নেই। তাকে এজন্য আদালতের শরণাপন্ন হতে হবে। এর বাইরে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

সভায় ওবায়দুল কাদের আরও বলেন, যারা এখন আমাদের পতন দেখছে এই অক্টোবরে তাদেরই পতন ঘটবে। ধাক্কা দিলে পতন হবে তেমন দল আওয়ামী লীগ নয় বলেও মন্তব্য করেন তিনি।

এসজেড/

Exit mobile version