Site icon Jamuna Television

খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরাতে বহুমাত্রিক আয়োজন চলছে: রিজভী

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যেরই বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর হিংসার বাস্তবায়ন। খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরাতে বহুমাত্রিক নিষ্ঠুর আয়োজন চলছে।

রোববার (১ অক্টোবর) এ কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে দুনিয়ে থেকে সরানোর নীলনকশা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। অমানবিক, বর্বরোচিত এই নেতিবাচক সিদ্ধান্ত পূর্বপরিকল্পিত মাস্টারমাইন্ডের অংশ।

বিএনপি চেয়ানপারসনকে কারাগারে নেয়ার পর বিভিন্ন কায়দায় বিষ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার বলেও দাবি করেন তিনি।

এসজেড/

Exit mobile version