Site icon Jamuna Television

ডেঙ্গুতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর শীর্ষে বাংলাদেশ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ছাড়ালো। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬। বিশ্বের কোথাও এর আগে ডেঙ্গুতে এতো মৃত্যু হয়নি। সারা বিশ্বে ডেঙ্গুতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর শীর্ষে আছে এখন বাংলাদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, সারাবিশ্বে ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় এর আগে বাংলাদেশের আগে ছিল শুধু ব্রাজিল। তবে গত ২৪ ঘণ্টার হিসেব পাল্টে দিয়েছে সেই দৃশ্যপট। বাংলাদেশই এখন ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ।

রোববার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৬২৯ জন এবং ঢাকার বাইরে আছেন ২ হাজার ২৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৬৭ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুকে মৃতদের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬ হাজার ২৮৮। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৩৫৭ জন।

এসজেড/

Exit mobile version