Site icon Jamuna Television

ইভিএম কারচুপির অভিযোগ বিজেপির ছাত্র সংগঠনের বিরুদ্ধে

ভারতের বিভিন্ন বিধানসভা নির্বাচনের রোগ এ বার আক্রমণ করল দিল্লি বিশ্ববিদ্যালয়কেও। গণ্ডগোল বাঁধলো ইভিএম নিয়ে। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ইভিএম কারচুপি করেছে। যার ফলে বৃহস্পতিবারের মতো বন্ধ ভোটগণনা।

বুধবার ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ কলেজগুলি। বৃহস্পতিবার সকাল থেকে তার গণনা শুরু হয়। প্রথম দিকে সব পদে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এগিয়ে থাকলেও, পরে লড়াই ক্রমশ হাড্ডাহাড্ডি হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইভিএম গণ্ডগোল করা পর্যন্ত ৬ রাউন্ডের গণনা হয়েছে। এখনও পর্যন্ত ছাত্র সংসদের সভাপতি এবং সম্পাদক পদে এগিয়ে রয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। অন্য দিকে সহ-সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে এগিয়ে এবিভিপি।

কংগ্রেসের অভিযোগ, সভাপতির পদ খোয়াচ্ছে দেখেই ইভিএম কারচুপি করার চেষ্টা করছে এবিভিপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির ছাত্র সংগঠন।

আগামী বছর দেশটির জাতীয় নির্বাচনেও ব্যাপকভাবে ইভিএম ব্যবহার করতে চায় সরকারি দল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে তাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Exit mobile version