Site icon Jamuna Television

কাঁচা মরিচের ঝালে বাজার গরম

ফাইল ছবি।

কাঁচা মরিচের বাজারে নৈরাজ্য চলছে। রাজধানীর বাজারভেদে দামের বেশ তারতম্য দেখা যাচ্ছে। উত্তরার বিডিআর বাজারে আড়াইশ গ্রাম কাঁচা মরিচের মূল্য ৭০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে ২৮০ টাকা। আর বনানী বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। হাতিরপুলে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

এদিকে, রাজধানীর কারওয়ান বাজারের আড়তে পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। যোগানও বেশ ভালো। আমদানি ও স্থানীয় জাতের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন পাইকাররা।

তিন দিন ধরে খুচরা বাজারে অস্থিরতা থাকলেও তদারকি কার্যক্রম নেই। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বলছেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে সার্বক্ষণিক তদারকি প্রয়োজন। অজুহাতের সুযোগ নেয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

/এমএন

Exit mobile version