Site icon Jamuna Television

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত

স্পেনের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) দক্ষিণ পূর্ব স্পেনের মুরসিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও স্কাই নিউজের।

এক বিবৃতিতে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুরসিয়া সিটির মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।

/এনকে

Exit mobile version